বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ : ড. ইউনূস *** যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন *** জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম *** প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা *** চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়ালো *** করোনায় আরো দুইজনের মৃত্যু *** সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা *** শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের পরও ধোঁয়াশা *** ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু *** আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

বিশ্ববাজারে কমল সোনার দাম আরও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

বিশ্ববাজারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনার বাজার। মার্কিন-চীন বাণিজ্যে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনায় বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুটির দাম কমছে।

সপ্তাহের শুরুর তুলনায় মঙ্গলবার (১০ জুন) স্বর্ণের দামে হালকা পতন দেখা গেছে। তবে দাম এখনও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ৩৯৮.৫০ দিরহামে বিক্রি হচ্ছিল। ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের দাম ছিল যথাক্রমে ৩৬৯, ৩৫৪ এবং ৩০৩ দিরমা। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৩০৮.০৫ ডলার যা আগের দিনের তুলনায় প্রায় ০.৭৭ শতাংশ কম।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চাকরির বাজার সংক্রান্ত তথ্য, সুদের হার নিয়ে রাজনৈতিক চাপ ও ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণ- সব মিলিয়ে সোনার দামে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সুদের হার ১ শতাংশ কমানো দরকার এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল দেশের ক্ষতি করছেন। তার এই বক্তব্য বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বেলবারকা বলেন, ফেড অতীতেও রাজনৈতিক চাপ সামলেছে, কিন্তু এখন বাজার ভাবছে-ফেড আদৌ কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই অনিশ্চয়তা স্বর্ণের প্রতি আগ্রহ বাড়িয়েছে, কারণ অনেকেই এখন এটি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন।

তিনি আরও জানান, এই মুহূর্তে সোনার দাম কিছুটা ওঠানামার মধ্যে আছে। শক্তিশালী অর্থনৈতিক তথ্যের কারণে সুদের হার না কমার সম্ভাবনা বাড়লেও, অনেকে এখনও হার কমার দিকেই তাকিয়ে আছেন। আজ গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রকাশ না হওয়ায় দাম মূলত বাজারের মনের ওপর নির্ভর করছে।

তবে তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প আবার উত্তেজনাপূর্ণ কিছু বলেন বা চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন বাড়ে, তাহলে সোনার দাম ৩ হাজার ৩৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। আর ফেড যদি কড়া অবস্থান নেয়, তাহলে দাম ৩ হাজার ৩০০ ডলারের আশেপাশে স্থির থাকতে পারে।

সোনা

খবরটি শেয়ার করুন

Footer Top
Footer Top Mobile