প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে তারা বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে আজ জরুরি সভায় বসে কমিশন। তবে এখন পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।