শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম *** প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা *** চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়ালো *** করোনায় আরো দুইজনের মৃত্যু *** সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা *** শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের পরও ধোঁয়াশা *** ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু *** আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প *** ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি *** সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, ফল হবে দ্রুত : শিক্ষা উপদেষ্টা

বাজারে মৌসুমী ফলের সমারোহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

বাংলা পঞ্জিকার মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ মাস অতিক্রম করছে দেশ। গ্রীষ্মের খরতাপে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই রাজধানী ঢাকার বাজার ও মহল্লার গলিতে দেখা মিলছে জ্যৈষ্ঠের রসালো মৌসুমি ফল—আম, লিচু ও তালের শাঁস। এসব ফল আগ্রহ নিয়ে কিনছেন সাধারণ মানুষ।

বুধবার (২১ মে) রাজধানীর মগবাজার এলাকার বিভিন্ন বাজার ও গলি ঘুরে এসব ফলের দেখা মিলেছে।

ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমি ফলগুলো বাজারে আসা শুরু করেছে। এখন দাম কিছুটা বেশি হলেও ক্রমান্বয়ে সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

একাধিক ক্রেতা জানান, শহরে সব কিছুই কিনে খেতে হয়। ফলগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি বাসার ছোটদের কথা ভেবেও কিছু কিনে নেওয়া হয়। মৌসুমের শুরু ও দাম বেশি হওয়ায় এখন অল্প পরিমাণে কিনতে হচ্ছে।

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে হিমসাগর আম, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৪০০ টাকায় এবং একটি করে তালের শাঁস বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

এছাড়া মহল্লার গলিগুলোতে দেখা গেছে, মৌসুমি বিক্রেতারা অস্থায়ীভাবে তালের শাঁস বিক্রি করছেন। দুপুরের তপ্ত রোদে এসব বিক্রেতার চারপাশে ভিড় করছেন ক্রেতারা। কেউ কেউ তাৎক্ষণিক খাচ্ছেন, আবার অনেকে বাসার জন্য কিনে নিচ্ছেন।

তালের শাঁস বিক্রেতা রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এখন দুই ধরনের তালের শাঁস পাওয়া যাচ্ছে। একটি একদম কচি, যেটা নরম হওয়ায় মুরুব্বিরা বেশি পছন্দ করেন। অন্যটি একটু শক্ত, মাঝবয়সীরা সেটা নিতে পছন্দ করেন। দুই ধরনেরই দাম ৩০ টাকা পিস। একটি তালে সাধারণত ৩টি করে শাঁস থাকে।

নিজে খাওয়ার জন্য তালের শাঁস কিনছিলেন রিকশাচালক রাকিবুল ইসলাম। তিনি বলেন, দুপুরে এটা খেতে ভালোই লাগে। কিন্তু বছর বছর দাম বেড়ে যাচ্ছে। ২-৩ বছর আগে ১৫ টাকায় কিনেছি, এখন ৩০ টাকা!

অন্যদিকে ফলের দোকানগুলোতে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হিমসাগর আম। বিক্রেতা শামীম আহমেদ বলেন, এখন হিমসাগর আমটাই বেশি আসছে। আমের মৌসুম তো শুরু হলো মাত্র। কয়েকদিনের মধ্যে বাজার ভরে যাবে হিমসাগর ও অন্য জাতের আমে।

বাসার জন্য আম কিনছিলেন গৃহিণী আফরোজা। তিনি বলেন, হিমসাগরের দাম নিচ্ছে ৮০ টাকা কেজি। এটা অনেক বেশি। ছেলে প্রায়ই আম খেতে চায়, তাই অল্প করে নিচ্ছি।

এছাড়া বাজারে উঠেছে দেশি লিচুও। তবে দোকানগুলোতে তেমন ক্রেতার দেখা নেই। দোকানি রিয়াদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বাজারে লিচু এসেছে কয়েকদিন হলো। এখন প্রতি ১০০টি লিচুর দাম ৪০০ টাকা। কিছু উন্নতমানের লিচুর দাম ৪৫০-৫০০ টাকা পর্যন্ত।

তিনি আরও বলেন, লিচুর চাহিদা আছে। কিন্তু অনেকেই দাম শুনে মুখ ফিরিয়ে নেয়। আবার অনেকে কিনেও নিচ্ছেন। আমাদের তো আসলে কিছু করার নেই। আমরা যারা খুচরা বেচি, তারা তো বাজার থেকে কিনে এনে বিক্রি করি। যেমন দামে কিনতে হয়, তেমন দামেই বিক্রি করতে হয়।

জ্যৈষ্ঠের রসালো ফলগুলোর মধ্যে আম, লিচু ও তালের শাঁস- শুধু স্বাদের নয়, বরং গ্রীষ্মের তাপদাহে স্বস্তির প্রতীক হয়ে উঠেছে। ঢাকার বাজার-মহল্লার গলিতে এসব ফল এনে দিয়েছে এক টুকরো প্রাকৃতিক আনন্দ। দাম কিছুটা বেশি হলেও মানুষের আগ্রহে ভাটা নেই। বরং এই মৌসুমি ফলগুলো শহুরে জীবনকে ছুঁয়ে দিচ্ছে এক গ্রামীণ আবহে।


মৌসুমী ফল

খবরটি শেয়ার করুন

Footer Top
Footer Top Mobile