বিটিআরসি সূত্রে জানা গেছে, এনটিটিএন (নেশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক) থেকে লিজ নেওয়া ফাইবারে ডিডব্লিউডিএম যন্ত্রপাতি স্থাপন ও ব্যবহারে আরোপিত আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা লিজ নেওয়া ফাইবার অপটিক লাইনে ডিডব্লিউডিএম প্রযুক্তি স্থাপন ও ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে সরকারি এনটিটিএন লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) ও বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অবকাঠামোর বাইরে নেটওয়ার্ক সম্প্রসারণে আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। তবে, এসব নন-টেলকো প্রতিষ্ঠান যেন প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে পারে সে লক্ষ্যে তাদের আলাদা সাবসিডিয়ারি গঠনের সুপারিশ করা হয়েছে।
খবরটি শেয়ার করুন