শুক্রবার (১১ এপ্রিল) চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে 'মার্চ ফর গাজা' কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০টি জরুরি সেবা বুথ স্থাপন করা হবে। প্রতিটি বুথে দায়িত্ব পালন করবেন ১৫-২০ জনের একটি দল, যার মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। দিনব্যাপী এই বুথগুলোতে প্রাথমিক চিকিৎসা ছাড়াও সরবরাহ থাকবে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ।
খবরটি শেয়ার করুন