শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম *** প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা *** চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়ালো *** করোনায় আরো দুইজনের মৃত্যু *** সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা *** শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের পরও ধোঁয়াশা *** ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু *** আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প *** ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি *** সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, ফল হবে দ্রুত : শিক্ষা উপদেষ্টা

বিয়ে করছেন মারিয়া মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম আবারও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। বিচ্ছেদের ছয় বছর পর তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সামনে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন মারিয়া, যেখানে তিনি প্রেমিকের পরিচয় না দিয়েও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন। ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মারিয়া জানান, হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, একজন সাধারণ মানুষ। আমরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

মারিয়া মিম ও সিদ্দিকুর রহমানের বিয়ে হয়েছিল ২০১২ সালে। তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। তবে ২০১৮ সালের দিকে মারিয়ার শোবিজে কাজ করার আগ্রহ থেকেই শুরু হয় দাম্পত্যে টানাপোড়েন, যা ২০১৯ সালে গিয়ে বিবাহ বিচ্ছেদে গড়ায়।

সাবেক স্বামী সিদ্দিককে নিয়ে প্রশ্ন করা হলে মারিয়া বেশ কঠোর প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, সিদ্দিক এখন আমার প্রাক্তন, তিনি পর-পুরুষ। ডিভোর্সের পর তার সঙ্গে দেখা করাও পাপ। তাই দয়া করে আমাকে আর তার সঙ্গে জড়াবেন না।

এদিকে, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ অশ্লীলতার অভিযোগ তুলে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে মারিয়া মিমের নামও। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেই আইনজীবী শুধু ভাইরাল হতে চায়, অন্য কিছু নয়। আমি চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি।

বর্তমানে মারিয়া মিম স্পেনে অবস্থান করছেন এবং অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।


মারিয়া মিম

খবরটি শেয়ার করুন

Footer Top
Footer Top Mobile