মুন্সিগঞ্জে দিনের অন্য ম্যাচে ফর্টিজ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। ৪৫ মিনিটে কামাকাই মারমার গোলে ফর্টিজ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। ৬০ মিনিটে পা ওমরের গোলে জয় নিশ্চিত হয় দলটির। এই জয়ে ফর্টিজ ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম আর জামাল ভূইয়ার ব্রাদার্স ১৫ পয়েন্টে সপ্তম অবস্থানে। ঢাকা ওয়ান্ডারার্স ৪ পয়েন্টে রেলিগেশন জোনে।
খবরটি শেয়ার করুন