শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম *** প্রতিবছর জুলাই অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা *** চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়ালো *** করোনায় আরো দুইজনের মৃত্যু *** সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা *** শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের পরও ধোঁয়াশা *** ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু *** আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প *** ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেবে বিএনপি *** সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, ফল হবে দ্রুত : শিক্ষা উপদেষ্টা

পাকিস্তান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আদনান সামি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পাকিস্তানবিরোধী পোস্ট দিচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আদনান সামি। পাকিস্তানের নাগরিক হলেও মনেপ্রাণে নিজেকে ভারতপ্রেমী বলে দাবি করেন। আর এতেই পাকিস্তানি নেটজেনদের তোপের মুখে পড়েছেন সামি। তবে কটাক্ষে চুপ না থেকে বরং দ্বিগুণ ক্ষোভ উগরে দিয়েছেন এ গায়ক।
পাকিস্তান ও ভারতের জনপ্রিয় গায়ক আদনান সামি। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানে জন্ম নিলেও ২০০১ সালে নিজের দেশ, ভিটে-মাটি, বন্ধু-স্বজন ছেড়ে ভারতে চলে আসেন সামি। এরপর ২০১৬ সালে গ্রহণ করেন ভারতীয় নাগরিকত্ব।

 কেন নিজের দেশ ছেড়ে এসেছিলেন সে ভয়ংকর কারণ ভক্তদের জানিয়েছেন সামি। দেশটিতে প্রশাসনিক রোষানলের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে বাধ্য হয়েই পাকিস্তান ছেড়ে ভারতে চলে যান এ গায়ক।
 
সম্প্রতি ভারতের পহেলগামে পাকিস্তানের জঙ্গি হামলার ঘটনা ঘটলে পুরনো স্মৃতি মনে করে ক্ষোভ প্রকাশ করেন সামি। এক্স হ্যান্ডেলে লেখেন, এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বহু বছর চুপ করেছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ পাকিস্তানের সব কুকীর্তি শুনলে চমকে যাবেন!
 
এদিকে পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। হামলা করেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতেও। যার একটি ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানে চালানো এ হামলার প্রশংসা করেছেন সামি। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত..., জয় হিন্দ।’
 
পাকিস্তান বিরোধী সামির ওই পোস্ট দেখে পাকিস্তানি নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। গায়ককে কটাক্ষ করে লেখেন, এসব টুইট করে কি আরএসএসের নজর থেকে বাঁচতে চান? এমন কটাক্ষ নজরে পড়তেই ওই নেটিজেনদের কড়া জবাব দেন গায়ক। লেখেন, 'আরএসএসকে ভুলে গিয়ে আগে নিজের জীবন বাঁচাও।'
 
গায়কের এমন মন্তব্য মুহূর্তেই অন্তর্জালের বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশ সামির পক্ষে মন্তব্য করেন। আবার আরেক পক্ষ সামির বিপক্ষে মত দেন। অনেকে আবার আহ্বান করেন সামিকে নিজ দেশে ফিরে আসার।
 
এমন আহ্বানে অবাকই হয়েছেন সামি। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। পাকিস্তানের কারো প্রতি আমার কোনো ক্ষোভও নেই। দেশটিতে মূল সমস্যা সে দেশের সেনা সরকার। এখনও পাকিস্তানে থাকা পরিচিতদের সঙ্গে কথা হলে তারা জানান, পাকিস্তানি সেনাবাহিনীকে ঘৃণা করেন। আমিও তাই। কারণ দেশটাকে ধ্বংসের মূলে রয়েছে সেনাবাহিনীই।

আদনান সামি

খবরটি শেয়ার করুন

Footer Top
Footer Top Mobile