এরপরের দৃশ্যেই নায়িকার পিঠে কলম দিয়ে কবিতা লিখলেন শিবপ্রসাদ। ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে? বিনা চেষ্টায় মরে যাব একেবারে, সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান? বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান...’, জয় গোস্বামীর ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’-র পঙ্ক্তি শ্রাবন্তীর পিঠে লিখলেন অভিনেতা-পরিচালক।
'আমার বস' ছবির নতুন গান 'মালাচন্দন' মুক্তি পেয়েছে। আর সেখানেই সাহসী দৃশ্যে দেখা গেল দুই অভিনেতাকে। পর্দায় তাকে দেখতে যতটা সাবলীল লাগুক না কেন। বাস্তবে প্রেমের দৃশ্যে অভিনয় করতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না শিবপ্রসাদ। এমনকী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় তার হাত-পা নাকি কাঁপতে থাকে।
খবরটি শেয়ার করুন