প্রসঙ্গত, 'আমার বস' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। রাখী ও শিবপ্রসাদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এছাড়াও অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, উমা বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।
ছবির জন্য অনুপম রায়ের সুরে একটি গান গেয়েছে প্রশ্মিতা পাল। সদ্য মুক্তিপ্রাপ্ত 'মালাচন্দন' গানটির কথা-সুর অনুপমেরই। মা- ছেলে রূপে পর্দায় দেখা যাবে রাখী ও শিবপ্রসাদকে। আগামী ৯ মে বড় পর্দায় মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ পরিচালিত, উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবিটি।
খবরটি শেয়ার করুন