শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে অনেকে মন্তব্য করেছিলেন

জেলা প্রতিনিধি

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, “আমাকে অনেকে মন্তব্য করেছিলেন, ‘একজন মা হয়ে এই ধরনের পোশাক কীভাবে পরতে পারে? বা বোল্ড ফটোশুট কীভাবে করতে পারেন?’ আমি কী পোশাক পরলাম সেটা দিয়ে তো মানুষটা কীরকম তা বিচার করা যেতে পারে না। আমার মনে হয়, আমি মা বলেই নির্দ্বিধায় আরো বেশি করে বোল্ড ফটোশুট সামনে আনব। কারণ আমার ছেলের জানা দরকার ছোট জামা বা একটা বোল্ড পোশাক পরেছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না। সে যদি নিজের মাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তবেই বাইরে অন্য কোনো মহিলা সেই ধরনের পোশাক পরলে তাকে অসম্মান করবে না, সহজেই তাকে একটা তকমা দিয়ে দেবে না। আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকু সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি।”

Hello

খবরটি শেয়ার করুন

Footer Top
Footer Top Mobile