তারা আলী রা.-কে ফাতিমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে অনুরোধ করলেন। তিনি প্রস্তাব দিলে রাসূল সা. ফাতিমাকে তার সঙ্গে বিয়ে দিলেন। বিয়ের সময় আলী রা. এর কাছে রাসূল সা.-এর দেওয়া একটি বর্ম ছিল। তিনি সেটি হজরত উসমান ইবনে আফফান রা.-এর কাছে ৪৭০ দিরহামে বিক্রি করেন। এই অর্থ ছিল ফাতিমা রা.-এর দেনমোহর। এই অর্থেই কনের সাজগোজের জিনিসপত্র ক্রয় করেন আলী রা.। বিয়ের সময় ফাতিমা রা.-এর বয়স ছিল ১৫ বছর সাড়ে পাঁচ মাস। আলী রা.-এর বয়স ছিল ২১ বছর।
বদর যুদ্ধের পর আলী রা. স্ত্রী উঠিয়ে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন। সে ঘরে বিত্ত-বৈভবের কোনো স্পর্শ ছিল না। খুব সাধারণ একটি ঘর ছিল। সেখানে কোনো মূল্যবান আসবাবপত্র, খাট-পালঙ্ক, জাজিম, গদি কোনো কিছুই ছিল না।
খবরটি শেয়ার করুন