নবুয়ত লাভের পর যখন আবু লাহাব ও তার স্ত্রীর নিন্দায় সূরা লাহাব নাজিল হলো তখন আবু লাহাব ও তার স্ত্রী দুই সন্তানকে বললো, তোমরা মুহাম্মদের মেয়েদের তালাক দিয়ে বিদায় না করলে তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবো আমরা। মা-বাবার কথায় উতবা ও উতাইবা নবীজি সা.-এর দুই কন্যাকে তালাক দেয়।
এরপর রুকাইয়াকে উসমান রা.-এর সঙ্গে বিয়ে দেন মহানবী সা.। দ্বিতীয় হিজরিতে রুকাইয়া ইন্তেকাল করেন। স্ত্রীর শোকে উসমান রা. বিমর্ষ হয়ে পড়েন। তাকে বিমর্ষ দেখে একদিন মহানবী সা. বললেন, উসমান তুমি এতো বিমর্ষ কেন?
খবরটি শেয়ার করুন